১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি ফজলুর, সাধারণ সম্পাদক  রউফ

২৮ জানুয়ারী, ২০২৩

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান সভাপতি ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল রউফ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো.ফজলুর রহমান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.আনোয়ার হোসেন  ১৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মো.আব্দুল রউফ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন  ১২১ ভোট ও হারুন অর রশীদ ৭৯ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার (২৮ জানুয়ারি ২০২৩) শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়-শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও গনণা করা হয়েছে। মোট ভোটার ৪২২ জনের মধ্যে ৩৯৭ জন ভোটার ভোট তাদের প্রদান করেন। সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা  হলেন-সহ-সভাপতি মো. আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী , অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক  মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049