২৪ নভেম্বর, ২০২৪
ছবি: পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
নাগরপুর বাজার বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
নাগরপুর বাজার বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং নাগরপুর থানার অফিসার ইনচার্জ স্বাক্ষরিত একটি প্যাডে উপদেষ্টা মন্ডলী ও সদস্য সহ সর্বমোট ২২ জনের পূর্ণাঙ্গ একটি কমিটি প্রকাশিত হয়েছে।
আজ ২৪ নভেম্বর'২৪ রোজ রবিবার সন্ধ্যায় নাগরপুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত নাগরপুর বাজার বণিক সমিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহা, মোঃ লিয়াকত হোসেন এবং রফিকুল ইসলাম (রফিক) উপদেষ্টা পদে রয়েছেন।
বিশেষভাবে উল্লেখ্য, গত ২১ নভেম্বর'২৪ বৃহস্পতিবার নাগরপুর উপজেলা প্রশাসন মিলনায়তনে নাগরপুর বাজারের ব্যবসায়ী ভোটারদের সরাসরি ভোটে সভাপতি, সিনি: সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সমন্বয়ে সকলের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়, যা আগামী জাতীয় সংসদ নির্বাচন/স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
Good news
Good