২২ নভেম্বর, ২০২৪
ছবি: গোলাম মোস্তফা গোলাম
"নাগরপুর বাজার বণিক সমিতিকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চাই"- মোঃ গোলাম মোস্তফা গোলাম
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নাগরপুর উপজেলা ও থানা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সদ্য অনুষ্ঠিত হলো নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন'২৪।
উক্ত নির্বাচনে নাগরপুর বাজারের ব্যবসায়ী ভোটারদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নাগরপুর বাজারের ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা গোলাম।
নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নাগরপুর বাজারের ব্যবসায়ী ভোটার সহ নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান- সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে নাগরপুর বাজারের সকল ব্যবসায়ী ভোটারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নাগরপুর বাজারের ব্যবসায়ীরা যে বিশ্বাস থেকে আমাকে এই পদে নির্বাচিত করেছেন আমি আশা রাখি তাদের এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব, ইনশাআল্লাহ্।
নাগরপুর বাজার বণিক সমিতিকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ্।
Good news
Good