১৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: তারাকান্দা থানা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়ার অবদান
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়ার কাছ থেকে অসামান্য সাফল্যের জন্য পুরষ্কৃ হয়েছে তারাকান্দা উপজেলার ১নং ওয়ার্ড ও ১নং ইউনিয়ন থানার এস আই রায়হানুর রহমান ও তার টিম।
জানা গেছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধ্বীন কামারিয়া এলাকায় অটো রিক্সা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই এর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ০৫ জন আসামিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ০৪ টি ব্যাটারি সহ অটোরিক্সা ও নগদ ২৮০০০ (আটাশ হাজার টাকা) উদ্ধার করে এবং আসামিদের বিজ্ঞ আদালতের কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে চৌকস টিম।
সে কারনে ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া এস আই রায়হানুর রহমান ও তার টিমকে অসাধারণ ট্রিমেন্ডাস কাজের জন্য ধন্যবাদ জানায় এবং পুরষ্কৃত করে।
এসময় পুলিশসুপার মাসুম আহমেদ বলেন, পুলিশ হলো সাধারণ জনগনের বন্ধু, আজ এটাই সত্য বলে প্রমানিত হয়েছে ।