৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

ময়মনসিংহে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার —১

০১ নভেম্বর, ২০২৩

ছবি: ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন

ময়মনসিংহে গত সোমবার (৩০অক্টোবর২৩)  গোয়েন্দা শাখার অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃসুমন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
 

মোঃ সুমন মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার রঘুনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আঃ হান্নান মিয়ার ছেলে

জেলা গোয়েন্দা শাখাসূত্রে জানা গেছে, সোমবার ৩০ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৫.২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন আছিম বাজারস্থ  মৃত সোহরাব আলীর ছেলে মোঃ শাহজাহান মিয়া (৪০),  এর ফলের দোকানের সামনে ফুলবাড়ীয়া থেকে কান্দানিয়াগামী পাঁকা রাস্তার উপরে হতে এস আই কমল সরকার ( নিরস্ত্র) অফিসার ও তার ফোর্সসহ অভিযান পরিচালনা করে  মাদক ব্যবসায়ী— মোঃ সুমনকে আটক করে। 

এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৩১/১০/২৩) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 

পরে মাদক ব্যবসায়ীর কাছ উদ্ধারকৃত ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে গ্রেফতারকৃত  আসামীর সুমনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে মঙ্গলবার  বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Related Article