২৫ Jun, ২০২৪
ছবি: মুহাম্মদ আবুল মুনসুর মিয়া। পিডি হিসাবে প্রধান মন্ত্রীর কার্যালয়ে যোগদান
মুহাম্মদ আবুল মুনসুর মিয়া
পিডি হিসাবে প্রধান মন্ত্রীর কার্যালয়ে যোগদান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রকল্প পরিচালক (পিডি) হিসাবে যোগদান করেছেন নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর মিয়া।
উপসচিব পরিচালক( প্রশাসন) মোহাম্মদ নাজমুল হাসানের এক অফিস আদেশে ২৫ জুন ২০২৪ থেকে কার্যক্রম শুরু করেন তিনি। প্রধান মন্ত্রীর কার্যালয়ের ১৩ জুন ২০২৪ স্মারকের অফিস আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ০৬ ফেব্রয়ারী ২০২৪ তারিখের প্রজ্ঞাপন মুলে বাংলাদেশ অর্থমৈতিক অঞ্চল কতৃর্পক্ষ (বেজা)কতৃর্ক বাস্তবায়নাধীন “ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর” (বিএসএমএসএন) শীর্ষক প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রেষনে পদায়ন করা হয়।
এ প্রেক্ষিতে মুহাম্মদ আবুল মুনসুর মিয়াকে অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে রাস্তা ও পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য পরামর্শ সেবা গ্রহন, বেজার ও দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি নারায়ণগঞ্জ এল জি ই ডিতে নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য মুহাম্মদ আবুল মুনসুর মিয়া ছাতক উপজেলা প্রকৌশলী হিসেবে বিশ্বস্ততার সহিত একজন দক্ষ প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করায় পরিশ্রমি এ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নারায়ণগঞ্জে বদলি করে সরকার।
Good news
Good