২৭ জানুয়ারী, ২০২৫
ছবি: সুফলভোগী জেলেদের বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
জাটকা ধরা থেকে বিরত থাকা মতলব দক্ষিণ উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে গবাদি পশু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২৭ জানুয়ারী) সিনিয়র উপজেলা মৎস্য অফিস কার্যালয় প্রাঙ্গনে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ১৬ জন সুফলভোগী জেলেদের মধ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে
জেলেদের হাতে এসব গবাদি পশু তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,মাহফুজ মল্লিক,গোলাম হায়দার মোল্লা,রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।
ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন
উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা জানান, মৎস্য শিকার নিষিদ্ধ সময়ে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে তারই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়।
Good news
Good