৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দখল দার দের হাত থেকে বাঁচতে চান বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী

৩০ নভেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দখলকৃত ভূমি

মরে যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার চেয়ে জীবিত কালে দখল দার দের হাত থেকে বাঁচতে চান বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের পূর্ব নোয়ারাই মহল্লার মৃত আয়াত উল্লাহর ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলীর আকুতি মরে যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়ার চেয়ে জীবিত থাকা কালে দখল দার দের হাত থেকে নিজ ভূমি উদ্ধার  করতে চান প্রশাসনের মাধ্যমে।

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর অভিযোগ প্রতিবেশী মৃত নুর মিয়ার ছেলে রাসেল মিয়া তার নিজ ভূমি জোর পূবর্ক  দখল করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কার্যকলাপ করে আসছে।

এছাড়া একই মহল্লার মৃত আশিদ আলীর ছেলে আলম শাহ ৯১৬ নং দাগের ভূমির মালিক হলেও তার ভূমি অতিক্রম করে জোরপূর্বক বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর ভূমিতে বৃক্ষ রোপণ করে দখলে নিয়েছে। 

এমনকি জাল দলিলের মাধ্যমে মুক্তিযুদ্ধা আলকাছ আলীর ভূমি অন্য জনের কাছে বিক্রি করে ফেলেছে।

বিষয়টি নিয়ে একাধিক বার এলাকার মূরব্বি দের উপস্থিতিতে শালিস বৈঠক হলেও দখল দাররা প্রভাবশালী হওয়ায় দখল মুক্ত করা যাচ্ছে না।

উপরন্তু দখল দার দের অত্যাচার নির্যাতন আর প্রাণ নাশের হুমকিতে পঁচাশি উর্ধ বয়স্ক বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী নিরাপত্তাহীনতায় ভুগে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী বলেন আওয়ামী লীগের ফ্যাসিষ্ট সরকার থাকতে দখলদার দের যে রকম ক্ষমতা ছিল এখনও দখল দার দের প্রভাব রয়েছে। আমি প্রশাসনের কাছে মরে যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার চেয়ে জীবিত থাকা কালে দখল দার দের কবল থেকে আমার ভূমি উদ্ধার করে যেতে চাই।

অভিযুক্ত রাসেল মিয়ার সেল ফোনে বার বার কল দিলে ও তিনি ফোন ধরেননি। সহকারী কমিশনার ভূমি আবু নাছির জানান বিষয়টি তদন্তের জন্য সার্ভেয়ার কে দায়িত্ব দিয়েছি দ্রুত জরিপ কাজ সম্পন্ন করে ব্যবস্থানেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান আমি নতুন যোগ দান করেছি তবে সহকারী কমিশনার ভূমিকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি। অচিরেই সমাধানের ব্যবস্থা হবে। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good