২০ অগাস্ট, ২০২৩
ছবি: পরীক্ষা চলাকালীন সময় ধারণকৃত চিত্র
গফরগাঁও উপজেলা পাগলা থানা অন্তর্ভুক্ত এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে মনোরম পরিবেশের মধ্যদিয়ে এবছরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রোববার উপজেলার বিভিন্ন অঞ্চলের দ্বিতীয় দিনের এইচএসসি পরীক্ষাকেন্দ্র ঘুরে এমন তথ্য জানা গেছে।
গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে তথ্য নিয়ে জানা গেছে, এইচএসসি পরিক্ষার কেন্দ্রে হিসেবে এই প্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর (২০২৩) আব্দুর রহমান ডিগ্রি কলেজ অারো পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
প্রতিষ্ঠান গুলো হলো দত্তের বাজার কলেজ, বারইহাটি কলেজ, ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজ, এডভোকেট শাহাবুদ্দিন কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। এসব প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী মধ্যে এখনও পর্যন্ত কোন প্রকার বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি।
কঠোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি ভাল রাখার জন্য অক্লান্ত পরিশ্রমের কথা জানিয়ে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও হল সুপার শফিকুল কাদের বলেন এই কেন্দ্র মনোরম মানসম্পন্ন পরিবেশের মধ্য দিয়েই এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।