৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাসপাতালকে জরিমানা দালালকে জেল

২১ সেপ্টেম্বর, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: তাজ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ল্যাব পরীক্ষার  সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায়ের অভিযোগে বেসরকারি হাসপাতাল  তাজ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের  পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক সূচী রানী সাহা। তিনি বলেন, তাজ হাসপাতাল  এন্ড ডায়াগনস্টিক সেন্টার  বিভিন্ন ল্যাব পরীক্ষার  ‘ফি’ সরকার নির্ধারিত   মূল্যের অতিরিক্ত আদায় করায় তাজ হাসপাতাল  এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক হাসপাতাল দালাল  জামুর্কী এলাকার আলতাফ হোসেনকে  ৭ দিনের কারা ভোগের  আদেশ দেয়া হয়।


মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান , ভ্রাম্যমান  আদালত উর্ধতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে সাক্ষাত করায় তিনজন ঔষধ কোমপানির প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় । ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ডা. শাওন সিয়াম এবং তাকে সহযোগিতা করেন সেনেটারি পরিদর্শক ইশরাত জাহান।  স্বাস্থ্য খাতে এরকম  অনিয়মের  বিরোদ্ধে চলমান থাকবে বলে জানান আদালতের বিচারক সূচী রানী সাহা ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good