০৩ মার্চ, ২০২৩
ছবি: মির্জাপুরের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত গোডাউন।
টাঙ্গাইলের মির্জাপুরে সদরের গাড়াইল এলাকায় তুলার গোডাউনে অগ্নিকান্ডে পাচঁ লক্ষ টাকার তুলা পুড়ে ছাঁই ও লক্ষাধিক টাকার মালামাল নস্ট হয়েছে ।
শুক্রবার ভোরে মাহিম বেডিং স্টোরের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস মির্জাপুর ও প্রত্যক্ষদর্শি জানান, শুক্রবার ভোররাতে মাহিম বেডিং স্টোরের গোডাউন থেকে আগুন দেখতে পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দীর্ঘ দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাহিম বেডিং এর স্বত্বাধিকারী নাছির উদ্দিন মোল্লা ও ছেলে মহিন জানান, অগ্নিকান্ডে তার গোডাউনের প্রায় ৫ লক্ষ টাকার মজুদ তুলা পুড়ে গেছে এবং আরও লক্ষাধিক টাকার মালামাল পানিতে নস্ট হয়েগেছে। এ অগ্নিকান্ডে গোডাউনে ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে জানান।
অগ্নিকান্ডের কারন সুত্রপাত জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটতে পারে বলে মির্জাপুর ফায়ার সার্ভিস ধারনা করেছে।।
Good news
Good