১৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রবিবার ভোররাতে জয়দেবপুর - বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের নিকট ট্রেনে কাটা পড়ে আল আমিন (২১) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজি পাড়া সিঙ্গিমারী গ্রামের আশরাফুল হকের ছেলে।
মির্জাপুর স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, রবিবার ভোরারাতে (রাত ৩-৬টা) রাস্তায় চলাচলকারী কোন একট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারাগেছে বলে গেইটম্যান শফিকুল ইসলাম তাকে জানালে তিনি লাশ উদ্ধার করার জন্য টাঙ্গাইল জিআরপি পুলিশকে অবহিত করেন।
লাশ উদ্ধারের সময় নিহত যুবকের ব্যাকপ্যাকের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার ওই পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
Good news
Good