০২ এপ্রিল, ২০২৩
ছবি: মানববন্ধন ও সমাবেশ
টাঙ্গাইলের মির্জাপুরে রিক্সা শ্রমিকনেতা হাসেম মিয়া হাসু হত্যাকারিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহত হাসেম মিয়ার গ্রামবাসি।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান বাবুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, মো. শহিদুর রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, জাতীয় পার্টির মির্জাপুর উপজেলা সভাপতি আবু আহমেদ, আওয়ামীলীগ নেতা ফরহাদ উদ্দিন আছুসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তাগণ অবিলম্বে হত্যাকরিদের গ্রেফতার ও তাদের ফাঁসি দাবি করেন। বিক্ষোভের সময় বিপুল মানুষ সমাবেশে যোগ দেয় এসময় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বিক্ষোভকারিদের সাথে একাত্ততা ঘোষণা করলে বিক্ষোভকারিরা তাদের বিক্ষোভ শেষ করে।
উল্লেখ্য গত ৩১মার্চ শুক্রবার সকালে মেয়ে রুবিনার শশুর বাড়ির বিরোধ মিটাতে গিয়ে মেয়ের শশুর বাড়ির লোকদের মারপিটে হাসেম মিয়া হাসু (৬০) নামের এক রিক্সা শ্রমিকনেতা মারা যায়। ওইদিন সন্ধ্যায় ছেলে রাকিব বাদি হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের বরে। হত্যায় জড়িত থাকার সন্দেহে রুবিনার শাশুড়ী লাইলী বেগমকে গ্রেফতার করেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।
Good news
Good