১৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: মির্জাপুরে টাস্কফোর্সের বাজার মনিটরিং এর সময়ে
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকি, সরজমিন বাজার মনিটরিং করার জন্য বিশেষ টাস্কফোর্স কমিটিগঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রæয়ারি) সকাল সাড়ে দশটায় টাস্কফোর্স গঠন নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামকে আহবায়ক ও সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ২৮ সদস্য নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এরপর নবগঠিত টাস্কফোর্স কমিটি যৌথভাবে বাজার মনিটরিংয়ে যান।
এসময় বাজার রাস্তা দখল করে ফলের ব্যবসা করায় আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম।
বাজার মনিটরিংয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর সেনা ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর শাহীন কবির শুভ,
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম
Good news
Good