৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

মির্জাপুরে প্রাথমিকের বই নিয়ে ট্রাক উল্টে পুকুরে

২০ সেপ্টেম্বর, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: বই ভর্তি ট্রাকটি রাস্তায় উল্টে পড়ে আছে

টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৪ সালের সরকারি প্রাথমিকের বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার পোষ্টকামুরী শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

জানা গেছে, ২০২৪ সালের সরকারি প্রাথমিকের চাহিদার  ১ লাখ ৪৮ হাজার ৭৬৭ বই ভর্তি দুটি ট্রাক বুধবার সকালে মির্জাপুরে আসে। সকাল ১০টার দিকে বইগুলি শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত গুদামে রাখতে যাচ্ছিলো। ওই বিদ্যালয়ের কাছাকাছি গিয়ে প্রায় ৭০ হাজার বই ভর্তি ট্রাকটি রাস্তা দেবে গিয়ে পাশের একটি পুকুরে উল্টে যায়। এতে ওই ট্রাকে থাকা অধিকাংশ বই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো শরফুদ্দিন ঘটনাস্থলে যান। ট্রাকটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন বলেন, উল্টে যাওয়া ট্রাকটি দ্রæত সময়ের মধ্যে তোলার ব্যবস্থা করে বইগুলি রক্ষার চেষ্ট চলছে। যেহেতু বইগুলি ত্রিফল দিয়ে শক্ত করে বাধা আছে তাই ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কম রয়েছে বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যাই। এবং দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি তুলে বইগুলি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে ।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049