০৭ এপ্রিল, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে পহেলা বৈশাখ উদযাপন কমিটির প্রস্তুতি সভা।
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন কমিটির প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর বারটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, ভাতগ্রাম ইউনিয়ন পরিশদের চেয়ারম্যান আজাহরুল ইসলাম, বানাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।
সভায় সরকারি নীতিমালার আলোকে পহেলা বৈশাখ বাংলাদেশের ঐতিহ্য লালন করে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। পহেলা বৈশাখ উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম
Good news
Good