৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে পানিতে পড়ে কুমুদিনী হাসপাতালে কর্মরত আনসার সদস্য নিখোঁজ

২২ অক্টোবর, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: রণদা প্রসাদ সাহার খেয়াঘাট

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকায় লৌহজং নদী পারাপারের সময় খেয়া নৌকা থেকে পড়ে সাইফুল ইসলাম (৩০) নামে এক আনসার সদস্য নিখোঁজ হয়েছেন। সে নরসিন্দী জেলার মনোহরদী উপজেলার ডুমুরপাড়ার মো. হেলাল উদ্দিনের ছেলে । রোববার (২২ অক্টোবর) ভোর ৪টায় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার খেয়াঘাটে এ ঘটনা ঘটে।


খেয়া নৌকার মাঝি সিয়াম ও কালিপদ জানান, ভোর ৪টায়  আনসার সদস্য সাইফুল দায়িত্ব পালন শেষে নৌকায় পার হয়ে রুমে যাচ্ছিল। নৌকায় উঠে সে নিজেই নৌকা চালাতে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে ডুবে যায় এবং অন্ধকার থাকায় তাকে  আমরা উদ্ধার করতে পারিনি। সংবাদ পেয়ে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার  এসএম মুনসুর মুসা, আনসার ভিডিপি,র টাঙ্গাইল জেলা কমান্ডেন্ট মো. ইব্রাহিম, সহকারি কমান্ডেন্ট ‘মাসুদুর রহমান, মির্জাপুার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুমুদনী হাসপাতালের ডেপুটি ম্যানেজার অনিমেষ ভৌমিক জানান, ওই আনসার সদস্য ৬মাস আগে কুমুদিনীতে যোগদান করেছিল। রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লিডার আমজাদ হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর একটি চৌকুশদল উদ্ধার অভিযান চলছিল। 


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ভোর রাতে তাকে কুমুদিনী থেকে জানানো হয় যে একজন আনসার সদস্য পানিতে পড়ে গেছে। বিষয় ফায়ার সার্ভিস মির্জাপুরকে জানালে তাদের ডুবুরী না থাকায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং সকালে উদ্ধার কাজ শুরু হয়ে এখনো চলছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good