০৪ অগাস্ট, ২০২৪
ছবি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান।
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসুচী অসহযোগ আন্দোলনের সমর্থনে মির্জাপুরে গণমিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসুচী পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। রোববার বেলা এগারটায় ভারি বৃষ্টি উপেক্ষা করে মির্জাপুর রেলক্রসিং থেকে একটি গণমিছিল বের হয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
এসময় পুলিশ সতর্ক ভাবে মিছিলকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে। মিছিলকারীরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পাশাপাশি দাবি আদায়ের জন্য বিক্ষোভ করার সাথে দাবি সম্বলিত বিভিন্ন ফেসটুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা না দেয়ায় এক শিক্ষার্থী ফুল দিয়ে পুলিশ সদস্যকে অভিনন্দন জানান। শিক্ষার্থীরা আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
Good news
Good