৩১ অক্টোবর, ২০২৩
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ বিএনপি’র তিননেতাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে মির্জাপুর থানা পুলিশ ৫জন বিএনপি ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রিয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের বাসায় জড়ো হতে থাকে ।
সংবাদ পেয়ে পুলিশ বাসা ঘেরাও করে পুলিশ যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, মো, উপজেলা বিএনপি’র সাংগঠনিক জসিম উদ্দিন খান, ও গোড়ই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি দুলাল মিয়াকে আটক করে।
পুলিশের অভিযানের সময় পাশের একটি মসজিদ থেকে পুলিশের গ্রেফতার ঠেকানোর জনগণকে রাস্তায় নামার আহবান জাননো হয় ।
এর আগে সোমবার রাতে (৩০ অক্টোবর) অভিযান চালিয়ে বিএনপি’র উপজেলা ওলামা দলের আহবায়ক ও বানাইল ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্যা আল মামুন সিদ্দিকী, যুব বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান ইউসুফজাই রিংকুকে গ্রেফতার করে।
সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী নেতা-কর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, বিএনপি নেতা কর্মিরা সাবেক এমপি’র বাসায় মিছিল করার জন্য জড়ো হচ্ছিলো এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে তারা পুলিশের ওপর ইট-প্যাটকেল ছুরলে তাদেরকে গ্রেফতার করা হয়।
Good news
Good