০৬ জানুয়ারী, ২০২৪
ছবি: আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও মাসুদুর রহমান
টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় সিদ্ধান্তের বাইরে বিতর্কীত নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এবং মাসুদুর রহমান মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক, মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫নং বানাইল ইউপি চেয়ারম্যান। অপরনেতা মাসুদুর রহমান মাসুদ উপজেলা বিএনপির সদস্য ও ভাওড়া ইউপি চেয়ারম্যান।
শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারাদেশ দেয়া হয়।
শুক্রবার দিবাগত গভীররাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু নেতার বহিষ্কারের বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। সেখানে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও মাসুদুর রহমান মাসুদের নাম দেখা যায়।
বানাইল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর সম্পর্কে কেন্দ্রে বানোয়াট তথ্য দেয়া হয়েছে। আমি এখনো ডামি নির্বাচনের পক্ষে না সেখানে নৌকার পক্ষে কাজ করার প্রশ্নই আসেনা’।
ভাওড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘আমি বিএনপি’র দলীয় কোন্দল ও ষড়যন্ত্রের শিকার। আমি কখনো নৌকার পক্ষে কাজ করিনি। ইউপি চেয়ারম্যান হওয়ার কারনে আমাকে বর্তমান এমপি’র সাথে একই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় আর এটাকে পুঁিজ করে কেন্দ্রে বানোয়াট তথ্য দিয়েছে ষড়যন্ত্রকারীরা’।
Good news
Good