৩১ মার্চ, ২০২৩
ছবি:
মেয়ের শশুর বাড়ির লোকদের পিটুনীতে বাবা হাসান মিয়া হাসু (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে । হত্যার শিকার হাসান মিয়া ওরফে হাসু মিয়া মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মোকছেদ আলী বেপারির ছেলে।
হাসান মিয়ার মেয়ে রুবিনা আক্তার জানায়, তার স্বামী জুয়েল মিয়া দীর্ঘ দিন যাবৎ প্রবাসে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে শশুর বাড়ির লোকজন তাকে নানা ভাবে হয়রানি ও নির্যাতন করে জমি দখলের জন্য বাড়ির মাঝখানে টিনের বেড়া দেয়। ঘটনাটি তার পিতাকে জানালে ঘটনার মিমাংশার জন্য শুক্রবার সকাল ৮টার দিকে তিনি পরিবারসহ সরিষাদাইড় গ্রামে মেয়ের বাড়িতে যান। সেখানে টিনের বেড়া তুলা নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে মেয়ের শশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে আমির হামজার নেতৃত্বে সজল, নিলুফা, শান্তা ও লাইলীসহ ৭-৮ জন মিলে লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলায় রুবিনা ও তার বাবা গুরুত্ব আহত হন। আশংকা জনক অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে হাসান মিয়া নিহত হওয়ার খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় ।
এদিকে মির্জাপুর থানার এসআই মো. মজিবর রহমান এবং পরিদর্শক মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Good news
Good