১৪ অগাস্ট, ২০২৪
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে জামায়াতের কর্মী সমাবেশ।
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর পৌরসভার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় মির্জাপুর পৌরসভার আল ইমাম সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে মো. সানাউল ইসলামের পরিচালনয় সভাপতিত্ব করেন পৌর আমীর মহিবুর রহমান।
সমাবেশে উপজেলা আমীর ইয়াহইয়াহ খান মারুফ ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মৃধা, মো. শাহজাহান, এম কবীর হোসেন প্রমুখ।
সমাবেশের নির্ধারিত সময়ের আগেই আল ইমাম সেন্টার জামায়াতের কর্মীদের উপুস্থতিতে পরিপূর্ণ হয়ে।
কর্মী সমাবেশ শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Good news
Good