১৫ নভেম্বর, ২০২৪
ছবি: জনসমাবেশে উপস্থিত একাংশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল তিন টায় ইউনিয়নের বোর্ডবাজারে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন আমীর আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ।
মেহেদী হাসান রনির পরিচালনায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ, উপজেলা আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জামায়াত আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান করবে। আমরা শাসক হবো না সেবক হয়ে কাজ করবো। আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে বিজয়ী করতে নেতা কর্মিদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।