০২ মার্চ, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল) ঃ মির্জাপুরে বাজার পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত বসিয়ে ছয় ব্যবসায়ীকে ছাব্বিশ হাজার টাকা জরিমানা আদায় এবং অবৈধভাবে ফুটপাত দখল দখলে রাখায় দুই দোকানের মালামাল জব্দ করা হয়েছ।
রোববার (২মার্চ) দুপুর একটায় ভ্রম্যমান আদালত পরিচালনা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কি.এম.আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী।
ক্যাপ্টেন ফাহিম আহমেদ খান, সেনাসদস্য, পুলিশ সদস্য, উপজলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্ত এবং কর্মচারি অংশ নেন।
দীর্ঘ চার ঘন্টার অভিযানে মির্জাপুর সদরের মেইন রাস্তা থেকে অবৈধ দখল মুক্ত করা হয়। বার বার ফুটপাত অবৈধ দখল ছাড়তে বলা হলেও না অবৈধ দখলে রাখায় ব্যবসায়ী শহিদূল, খালেক, নাজিম, অটল ও জয়দেব বাকালী প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং নিষিদ্ধ জাটকা বিক্রিয় অপরাধে আফজাল নামে ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
বেআইনী ভাবে ফুটপাত দখল করায় আব্দুর রশিদ ও প্রশেনজিত নামে দুই ব্যবসায়ীর প্রায় দুইশত কেজি খেজুর বড়ই ও পেয়ারা জব্দ করা হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৫-২০ উচ্ছেদ করা এবং রাস্তায় অবৈধ পার্কিং করায় ১২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম জানান, ‘ফলব্যবসায়ীদের সতন্ত্র দোকনের স্থান বরাদ্ধ দিলেও তারা সেখানে দোকান না বসিয়ে রাস্তায় দোকান বসিয়ে জনদূর্ভোগ তৈরী করছে।
যানজট মুক্ত করতে প্রশাসন সবধরনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে’। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Good news
Good