৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

মির্জাপুরে দূর্বৃত্তদের হামলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী এবং স্থানীয় এমপির ছবি আসবাবপত্র ভাংচুর, আ’লীগের দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা

২৯ Jul, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে খান আহমেদ শুভ এমপির ছবিসহ আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ছিরে ফেলা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ফেস্টুন

এলাকায় আধিপত্ত বিস্তার ও সামাজিক কবরস্থানের অনুদানের আত্মসাৎকৃত প্রায় কোটি টাকার হিসাব চাওয়ায় ক্ষিপ্ত হয়ে একদল দূবৃত্ত স্বেচ্ছাসেবকলীগের নেতা ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে খান আহমেদ শুভ এমপির ছবিসহ আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ছিরে ফেলা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ফেস্টুন। 

আলমারী ভেঙ্গে লুট করা হয়েছে নগদ টাকা। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

ঘটনার পর এলাকায় দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শনিবার (২৭ জুলাই) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন জামুর্কী বাস স্টেশনের উপজেলা স্বেচ্ছবকলীগের সাবেক আহবায়ক অপু শেখের অফিস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ও হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৯ জুলাই) ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে থমথমে অবস্থা বিরাজ করছে। দূবৃত্তরা স্বেচ্ছাসেবকলীগের নেতা অপু শেখ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলার ও ভাংচুর চালিয়েছে। 
 

অপু শেখসহ জামুর্কি গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি সামাজিক কবরস্থান রয়েছে। মহাসড়ক প্রসস্ত করনের সময় কবরস্থানটি হাইওয়ে রোডের উপর পরায় কতৃপক্ষ কবরস্থানটির উন্নয়নের জন্য প্রায় ৮৮ লাখ টাকা অনুদান হিসেবে দেন। 

সুধীজন আরও ৩০-৩৫ লাখ টাকা অনুদান হিসেবে দেন। কবরস্থানের নেতৃত্বে ছিলেন খলিলুর রহমান খলিল, ফজল হোসেন, রেজাউল করিম জরিফ, জুয়েলসহ ১০-১২ জনের একটি কমিটি। 

নানা অযুহাতে ঐ কমিটির সদস্যরা প্রায় কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ উঠে। সম্প্রতি জামুর্কি গ্রামবাসি কবরস্থানের উন্নয়নের জন্য অপু শেখকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক, মোক্তার হোসেন, দুলাল, শাহআলম, সাজ্জাত ভুইয়া, জয়নাল, ইউসুফ ও সেলিমকে সদস্য করে একটি কমিটি করে করেন।

এই আহবায়ক কমিটি ও গ্রামবাসি মিলে পুর্বের কমিটির সদস্যদের কাছে কবরস্থানের টাকার হিসেব চাইলে শুরু হয় দুই গ্রুপের  মধ্যে দ্বন্ধ। এলাকায় আধিপত্ব বিস্তার এবং কবরস্থানের প্রায় কোটি টাকা আত্মসাৎতের দ্বন্ধের জের হিসেবে প্রতিপক্ষ গত শনিবার (২৭ জুলাই) রাতে রেজাউল করিম জরিফ, রিফাত, হাসান, শান্ত, জুয়েল, রাকিবসহ ৩০-৪০ জন ভাড়াটে সন্ত্রাসী অপু শেখের অফিস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে আসবাবপত্রের পাশাপাশি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির ছবি ভেঙ্গে মাটিতে ফেলে দেয়।

এছাড়া দেয়ালে টাঙ্গানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ফেস্টুন ছিরে ফেলে দেয়। 
 

এ ব্যাপারে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সভাপতি ওসমান গনি প্রদীপ, সেক্রেটারী অপু শেখ ও কার্যকরী সদস্য ইমরান শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ করেন, আওয়ামীলীগ নেতা জরিফ ও সেনা সদস্য লতিফের নেতৃত্বে ১০-২০ টি মোটর সাইকেল যোগে ৩০-৪০ জন ভাড়া করা সন্ত্রাসী এই হামলায় যোগ দেন। 

হামলাকারীরা অফিসের আলমারী ভেঙ্গে নগদ টাকা লুটে নিয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে এমপির ছবি ও ছিরে ফেলা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ফেস্টুন।

পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছেন। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে।
 

এ ব্যাপারে দুই নং জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘটনার সঙ্গে অভিযুক্ত মো. রেজাউল করিম জরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা এই হামলা ও ভাংচুরের সঙ্গে জড়িত নয় বলে দাবী করেন। গ্রামীণ বিভিন্ন সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে। 
 

অপর দিকে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা ও মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা সাংবাদিকদের বলেন, এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের  মধ্যে দ্বন্ধের জের হিসেবে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ও স্বেচ্ছাসেবকলীগ নেতার অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

মাননীয় এমপির ভাংচুরকৃত ছবি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Article