৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

১৬ অগাস্ট, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে চারটায় একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক মোমিনুল ইসলাম সাজু। জেলা সমন্বয়ক তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ২৪ ঘন্টা পার হলেও এখনো মুল আসামী ধরা-ছোয়ার বাইরে মুল আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে তাদের দৃস্টান্ত মূলক শাস্তি দিতে প্রশাসনের কাছে দাবি জানান।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) সালাহ উদ্দিন জানান ছাত্রলীগের হামলার ঘটনায় সমন্বয়ক জোবাইদুল ইসলাম নিঝুম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে বলে  নিশ্চিত করেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক এটিএম জহিরুল ইসলাম জানান মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলো ছাত্রলীগ কর্মী আপন, সিয়াম, আবিদ এবং বজলুর রহমান নামে একজন সংবাদ কর্মী রয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good