০১ মার্চ, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে বাজার মনিটরিং করছেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে মির্জাপুরে কাচা বাজার,ফলের দোকান ও মুদি দোকানে অভিযান করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান । এ সময় দুইব্যবসায়ী ও একজন পিকআপ চালককে জরিমানা করা হয়।
শনিবার (১মার্চ) দুপুর সাড়ে বারটায় সহকারি কমিশনার (ভূমি) মাসুদর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে বাজার মনিটরিং টীম মির্জাপুর উপজেলা কাচা বাজার, বিভিন্ন ফলের দোকান ও মুদি দোকানে অভিযান চালান। এসময় ব্যবসায়ী আজগর আলী ও সোলাইমানকে জরিমানা করেন। রাস্তায় অবৈধ ভাবে গাড়ি পার্কিং ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় পিকআপ চালক ওসমান গনিকে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, কারসাজিঁ করে দ্রব্যমূলের দাম বৃদ্ধি সহ্যকরা হবেনা। এ রকম অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
Good news
Good