০৫ অক্টোবর, ২০২৩
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার। ছবি সংগৃহিত
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। । গ্রেপ্তারকৃতরা হলো মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম ওরফে হাত চিকন আলম (৩৪) ও তার কথিত স্ত্রী বাসরী খাতুন (২৮)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় জনৈক ডা. মোতালেব হোসেনে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা করতেছিল । গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল গোড়াই শিল্পাঞ্চল বটটেকি এলাকার মদিনা নূরানী মাদরাসা এন্ড প্রি ক্যাডেট স্কুলের সামনে অবস্থান নেয়। বিকেলে চারটার সময় সেখান থেকে তাদের আটক করে দেহ তল্লাশী করা হয়। এসময় শাহ আলমের ওরফে হাত চিকন আলমের কাছ থেকে ২০০ পিস ও তার কথিত স্ত্রী বাসরী খাতুনের ভ্যানেটি ব্যাগে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।
ডা. মোতালেবে কেয়ারটেকার হাসিনুর জানান, পাঁচ মাস আগে শাহ আলম নিজেকে আদম ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন এবং বাসরী খাতুন তার দ্বিতীয় স্ত্রী । সে আগেও একটি বিয়ে করছে সে সংসারে আরও তিনজন সন্তান আছে বলে শাহ আালমের গ্রামে খোঁজ নিয়ে জানগেছে। গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে তাদের কাছে তথ্য নেই বলে জানান।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিন পিপিএম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।