২১ অগাস্ট, ২০২৩
ছবি: উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিব
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান সিকদারকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার পাকুল্যা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি গামের আরফান আলীর ছেলে।
জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনে একটি বিস্ফোরক মামলার আসামী ছিলেন হাবিবুর।
মির্জাপুর থানার পুলিশের উপপরিদর্শক (এস.আই) আবুল বাশার জানান, সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।
ছাত্রদল নেতা হাবিবুর রহমানের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ । তারা মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার হাবিবুর রহমান সিকদারের অবিলম্বে মুক্তি দাবি করেন।
Good news
Good