১৯ মার্চ, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুর প্রেক্লাবের অভিষেক ও ইফতার
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত সভাপতি সোহেল মোহসীন শিপনের ( প্রথম আলো) সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ( নয়া দিগন্ত ও তারুণ্য টুয়েন্টিফোরডটকম ) নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. জহিরুল ইসলাম শেলী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ (বারবেলা), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শীলা আক্তার (ভোরের পাতা), কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ (দেশকথা), শামসুল ইসলাম সহিদ (সমকাল) নিরঞ্জন পাল (জনকণ্ঠ)।
বিকেল সাড়ে পাঁচটায় শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালানায় অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ পড়ান উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জাতীয় পাটির উপজেলা সভাপতি আবু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী লাভু মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়।
রাতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে প্রেসক্লাবে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী,
উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি, অ্যাডভোটেক আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।
Good news
Good