০৯ ডিসেম্বর, ২০২৩
ছবি: আলী আজম সিদ্দিকী
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মির্জাপুর পৌরসভা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও টানা চারবার নির্বাচিত কাউন্সিলর আলী আজম সিদ্দিকী।
চলমান একদফা দাবির আন্দোলনে বর্তমান সভাপতি হযরত আলী মিঞা সক্রিয় না থাকায় তাকে অব্যাহতি দিয়ে আলী আজম সিদ্দিকীকে তার স্থলাভিসিক্ত করা হল।
বুধবার (৬ডিসেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত একচিঠিতে এই তথ্য জানা যায়।
আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রিয় শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
তিনি বলেন চলমান আন্দেলানে সে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবে বলে আমার বিশ্বাস।