০১ অগাস্ট, ২০২৩
ছবি: সোমবার মধ্যরাতে জামালপুর এক্সপ্রেস (৮০০) ট্রেনের বগি বিভক্ত। ছবি সংগৃহীত
সোমবার (৩১ জুলাই) রাত ১১.৩০ মিনিটে সরিষাবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস (৮০০) ট্রেন দুই ভাগ হয়ে কয়েকটি বগি নিয়ে ইঞ্জিন সামনে চলে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রেনটি গাজীপুরের টংগী স্টেশনের আগে বনমালা নামক একটি স্থানে চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী থেকে কমলাপুরের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন জামালপুর এক্সপ্রেস (৮০০) রেলগাড়ীর বগির জয়েন ছুটে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে। ইঞ্জিনের সাথে একটি বগি সহ সামনে চলে যায় এবং বাকি বগিগুলো পিছনে পরে থাকে। এতে চরম দূর্ভোগে পরেছে যাত্রীরা।
কর্তব্যরত রেল কর্মকর্তারা জানান,চলন্ত ট্রেনের বগির জয়েন্টে লোহার পাটাতন ভেঙে এবং স্প্রিং ছুটে গিয়ে বগি আলাদা হয়ে যায়, এবিষয়ে ঢাকায় যোগাযাগ করা হয়েছে, সেখান থেকে লোক আসলে ঠিক করা হবে। কতসময় লাগতে পারে এপারে কোন কথা বলতে রাজি নয় তারা।
প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর ট্রেনের অধিকাংশ যাত্রীরা প্রায় ১.০০ থেকে ঢাকার বিমানবন্দর, খিলক্ষেত, মিরপুরসহ আশপাশের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় পায়ে হেটে টংগী রেলস্টেশন পৌছাতে শুরু করে। যাত্রীরা বলেন, টংগী স্টেশন হয়ে অটোরিকশা করে স্টেশন রোডে এসে বাস, প্রাইভেটকার,সিএনজি যোগে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন।
রাস্তায় চুরি ছিনতাইয়ের ভয়ে মধ্যরাতের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রথমে কেউ হেটে আসতে রাজি হচ্ছিল না, পরে পুলিশ নিরাপত্তার বিষয় আশস্ত করলে তারা হাটা শুরু করে বলেও জানা গেছে।