০২ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: দারিদ্র দূরীকরণ সংঘের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের মধ্যনগরে মানবতার সেবায় দারিদ্র দূরীকরণ সংঘ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ ফেব্রুয়ারী বিকেল ৩ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা পূর্ববাজারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: সহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজাজ নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ইসলাম উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আমান উল্লাহ, আব্দুস সামাদ আজাদ, নুরুজ্জামান সিদ্দিকী।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যেমন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
Good news
Good