১২ এপ্রিল, ২০২৫
ছবি: মার্চ ফর গাজা কর্মসূচীর সফলতা কামনা করে মির্জাপুরে জামায়াতের মিছিল।
ঢাকার সোহরাওয়াদীতে ‘মার্চ ফর গাজা ’ কর্মসূচীর সফলতা কমনা করে টাঙ্গাইলের মির্জাপুরে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম । শনিবার (১২মার্চ) সকাল সাড়ে নয়টায় জামায়াতের গোড়াইল ইউনিট এই মিছিলের আয়োজন করে।
মির্জাপুর পৌরসদরের বংশাই মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মির্জাপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল কাশেম মৃধার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী হায়দার আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন প্রমুখ। তারা অবিলম্বে গাজায় মুসলিম হত্যা বন্ধে জাতি সংঘের কার্যকর ভূমিকা পালন এবং ফিলিস্তিনের জন্য আয়োজিত আজকের সোহরাওয়াদীতে আয়োজিত “মার্চ ফর গাজা’ কর্মসুচীর সফলতা কামনা করেন।
Good news
Good