০৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন
নওগাঁর মান্দায় বিএনপি'র ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে পরানপুর ইউনিয়নের হাটোইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পরানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন।
এসময় পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার,
সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালাইন ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।