২৭ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মান্দায় সিংগী বাজারে দোকান ঘর পুড়ে যাওয়ার দৃশ্য
নওগাঁর মান্দায় দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। শনিবার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাড. নাহিদ মোর্শেদ বাবু এবং বিএনপির স্থানীয় কমিটির সদস্য এম এ মতিন অগ্নিকাণ্ডের সর্বস্ব হারানোর ৪ জন দোকান ব্যবসায়ীকে নিজ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টায় উপজেলা সিংগী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।