৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর, ২০২৪

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: বিজয় দিবসে পতাকা উত্তোলনের চিত্র

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছ। দিনটি পালনে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসান ও থানা পুলিশের পক্ষ থেকে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়  

প্রথমেই রাষ্ট্রের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে মান্দা থানা, উপজেলা বিএনপি এবং জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বেসরকারি সংস্থা, নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান,

উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দিপঙ্কর পাল প্রমূখ।

এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান।গার্ড অব অর্নার শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা, ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good