২৩ মে, ২০২৩
ছবি: জোতবাজার মুদির দোকানে বিএসটিআইয়ের অভিযানের
নওগাঁর মান্দায় বিএসটিআই এর অভিযানে মুদির দোকান ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২১ মে ) বিকালে উপজেলার জোত বাজারে একটি মুদির দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ওজন ও পরিমাপ দন্ড আইনে "ভাই বোন ভ্যারাইটি ষ্টোর" দোকানে তেলের পরিমান প্রতি ১০ লিটারে ১৫০ মিঃলিঃ এবং প্রতি ৫ লিটারে ৭০ মিঃলিঃ কম থাকায় ভুপেন পালকে এ জরিমানার করেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাকির মুন্সি।
এবিষয়ে মান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাকির মুন্সি বলেন, এই বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসময় অভিযানকালে দোকানীদের বেশি দামে মুদি মালা মাল বিক্রি না করতে মৌখিকভাবেও সতর্ক করা হয়।
অভিযান পরিচালানায় রাজশাহী বিএসটিআই অফিসের পরিদর্শক মিঠুন কবিরাজ, মান্দা থানার এসআই সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।