০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

মান্দায় এসইডিপি'র আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

২৩ Jul, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় এসইডিপি'র আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আকতার, অনিক মাহমুদ তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন এবং অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049