১০ জানুয়ারী, ২০২৩
ছবি: ইয়াবা টেবলেট
মাধবপুর উপজেলা বহড়া ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের পশ্চিমপাড়া মৃত খোয়াজ মিয়ার ছেলে হাছান মিয়া মাদক পাচার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরো বলেন হাসান মিয়ার বাড়িতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে নেশা করার জন্য। এ ধরনের নেশা করায় এলাকার মুরুব্বিয়ান বলে, হাসান মিয়া স্কুল কলেজ কিশোরদের দিয়ে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে, তার এসব অপকর্মে অতীষ্ঠ এলাকাবাসী এ ব্যাপারে প্রতিবাদ করে এবং বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। অভিযোগ ও এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়,
হাসান মিয়া নামে একাধিক মাদক ও চুরির ডাকাতির মামলা রয়েছে তার নামে পুলিশের দেওয়া মামলা জিডি নং ৩৫৪/২০
মোঃ হাসান মিয়ার বিরুদ্ধেঃ মাধবপুর থানার এফ আই আর নং-২২, তারিখ-২২ ফেব্রুয়ারি ২০১৭,ধারা -৪৫৭/৩৮০/৪১১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের১৯(১) এর৭(খ)মামলা সমূহ রয়েছে। এক সময় নুন আনতে পানতা ফুরায় অবস্থা থাকলেও গত এক দুই বছরের মধ্যে হাসান মিয়া কামিয়েছে অনেক টাকা মাদকের টাকার এলাকার মাদক সেবন কারিদের নিয়ে একটা গ্যাং তৈরীর চেষ্টার অভিযোগও রয়েছে হাসান মিয়া বিরুদ্ধে। এলাকার কিছু লোক নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীদের কয়েকজন জানান,
হাসান মিয়া এসব অপকর্মে বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ বা বাঁধা দিলে ওই ব্যাক্তির বিরুদ্ধে মাদক পাচারকারি হিসেবে মিথ্যা মামলা ভয় দেখাই হাসান।
পাচারকারি হাসান মিয়া অপরর্ম হতে মুক্তি চায় এলাকাবাসী।
Good news
Good