৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

মাধবপুরের ইউএনও ও শিক্ষা কর্মকর্তার অর্থ আত্মসাতের রিরুদ্ধে জেলা প্রশাসকের তদন্ত কমিটি গঠন

০৮ অক্টোবর, ২০২৪

ছবি: ইউএনও একেএম ফয়সাল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাম সিরাজুল ইসলাম।

হবিগঞ্জের মাধবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার ফি ও শিক্ষকদের ডিউটির  বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে ইউএনও ও শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসক।
অভিযুক্ত ইউএনও নাম একেএম ফয়সাল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাম সিরাজুল ইসলাম।

বিগত ১ অক্টোবর জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে জরুরি তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাধবপুর ইউএনও একেএম ফয়সাল ও শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার ফি ও শিক্ষকদের ভাতার টাকার প্রায় ৭ লক্ষ টাকা আত্মসাত ও পরীক্ষা কেন্দ্রে নকলের সহায়তার অভিযোগে একাধিক পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া ভুক্তভোগীদের পক্ষে স্থানীয় এক বাসিন্দা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করলে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049