০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

মাধবপুরে শ্রমিকের গরু বিক্রির ৫০ হাজার টাকা এস আই বুলবুলের পকেটে!

২০ জানুয়ারী, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: মাধবপুর (তেলিয়াপ) পুলিশ ফাঁড়ির এস আই বুলবুল

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিক শিবা নায়েকের গরু বিক্রির টাকা মামলার ভয় দেখিয়ে জোর করে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে, উপজেলার মাধপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এস আই বুলবুলের বিরুদ্ধে।

অভিযোগকারী শিবা নায়েক বলেন, গত শুক্রবার ১০ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টায় বাজারে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে পুলিশের এস আই বুলবুল আহমেদ রাস্তায় সিএনজি দিয়ে টহল দেওয়ার সময় চা শ্রমিক শিবা নায়েক ও রবিন ভৌমিক সহ দুই জনকে রাস্তায় আটক করে মামলার ভয় দেখিয়ে গরুর বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এস আই বুলবুল।

রবিন বলে শিবা নায়ক ও আমি এক সঙ্গে ছিলাম আমরা দুই জনকেই এস আই বুলবুল আহমেদ আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে শিবা নায়কের সঙ্গে থাকা ৫০ হাজার টাকা বের করে নেয়। এবং  হুমকি দিয়ে বলেন, যদি কোনো মানুষের কাছে বলিস তাহলে মাদক মামলায় দিয়ে জেল হাজতে পাটিয়ে দিব।

ভুক্তভোগীরা হলেন, মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের পুরাতন লাইনের ভাস্কর নায়েকের ছেলে শিবা নায়ক। একই এলাকার কার্তিক ভৌমিকের ছেলে রবিন ভৌমিক।


শিবা নায়েকের নিকট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথা জানতে এস আই বুলবুল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিবা নামের কাউকে চিনিনা। এবং আমি কোন টাকা পয়সা নেইনি।

এই বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

Related Article