৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মাধবপুরে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধা পিরানহা!

০৭ জানুয়ারী, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধা পিরানহা!


হবিগঞ্জ মাধবপুরের শাহজাহানপুর ইউপি পরিষদের বাজারের সামনে সমুদ্রের বড় রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। বাজারে নিয়ে আসা একেকটি পিরানহার ওজন ১-২ কেজি। প্রতি কেজি পিরানহার দাম রাখা হচ্ছে ২০০-৪০০ টাকা। মাছটি সম্পর্কে ক্রেতারা জ্ঞাত না থাকায় না বুঝেই তারা রূপচাঁদা হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবার  (৭ জানুয়ারী ) এক হাজার টাকায় ৩ কেজি ওজনের একটি পিরানহা নিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। তাকে যখন বলা হলো এটা রূপচাঁদা নয়, রাক্ষুসে পিরানহা। তখন তিনি সে কথায় কান না দিয়ে বাড়ির পথে দ্রুত হাঁটা দেন।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়,শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সামনের বাজারে  বিক্রির জন্য হরেক রকম মাছের সঙ্গে ২০ টি পিরানহা নিয়ে বসেছেন এক মধ্যবয়স্ক লোক । প্রতিটি পিরানহার ওজন ২-৩ কেজি। মাছের দাঁতগুলো প্রায় প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সমান। মাছের পুরো শরীর মাংসে ভরপুর। প্রতি কেজি ২০০-৩০০ টাকা দরে বিক্রি করেন তিনি।
 
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাক্ষুসে পিরানহা মাছ কেন বিক্রি করছেন জানতে চাইলে ওই বিক্রেতা বলেন, মাছ তো মাছই। এগুলো সমুদ্রের রূপচাঁদা মাছ। অন্য মাছের তুলনায় দাম কম হওয়ায় বাজারে এগুলোর ভাল চাহিদা। তাই বিক্রি করছি।
 
একই ওজনের আরও কয়েকটি পিরাহান নিয়ে আসা আরেক বিক্রেতা বলেন, জানতে পেরেছি এ মাছ খেলে কারো কোনো ক্ষতি হয় না। তাই বিক্রি করতে নিয়ে এসেছি।
 
মাধবপুর উপজেলার মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। এগুলো রাক্ষুসে স্বভাবের। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে।

পিরানহা মাছ যদি কোনো অবরুদ্ধ জায়গায় চাষ করা হয় এবং সেখানে যদি কোন মানুষ পড়ে যায় তাহলে পিরানহা ঝাঁক বেঁধে সেই জ্যান্ত ব্যক্তিকে এক নিমিষে খেয়ে সাবাড় করে ফেলতে পারবে।

দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ।

এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।শাহজাহানপুর বাজারে পিরানহা মাছ বিক্রয় বন্ধে আমরা অভিযান করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। 
 
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, পিরানহা মাছ বিক্রি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে।

এরপরও কিছু বিক্রেতা লুকিয়ে মাছগুলো বিক্রি করছে।খবর পেলে আমরা অভিযান পরিচালনা করব। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good