২৭ জানুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে Madhabpurr titil Dot net নামক প্রতিষ্ঠানটি লাইসেন্স এর নির্ধারিত এরিয়ার বাহিরে অবৈধ ইন্টারনেট সেবা প্রদান করা,অবৈধ রিসেলার/ ডিস ব্যবসায়ীদের দ্বারা ইন্টারনেট সেবা প্রদান করা, কমিশনের DIS পোটালে সঠিক তথ্য প্রদান না করা, অবৈধ POP এর সংযুক্ত সকল গ্রাহকের IP LOG সংরক্ষণ না করা।
এক দেশ এক রেট যথাযথভাবে বাস্তবায়ন না করা ও গ্রাহকের SAF FORM ও NID সংরক্ষণ না করার মাধ্যমে লাইসেন্সের শর্ত ও বিটিআরসির নির্দেশনাসমূহ ভঙ্গ করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর দ্বারা ৬৫ অনুযায়ী কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক Madhabpurr titil Dot net এর উপর ২ লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।
Madhabpurr titil Dot net প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক জরিমানা বাবদ ২ লক্ষ টাকা পরবর্তী ১০ দিনের ভিতরে পে অর্ডারের মাধ্যমে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে জমা প্রদানের মাধ্যমে দায়মুক্ত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে প্রশাসনিক জরিমানা মওকুফের আবেদন অথবা জরিমানার অর্থ পরিষদের সময় বৃদ্ধির আবেদন কোনক্রমেই মঞ্জুর করা হবে না।
ভবিষ্যতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ আইএসপি সংশ্লিষ্ট বিধিবিধান এবং সময়ে সময়ে কমিশন হতে জারিকৃত নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আইএসপি সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আই এস পি লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Good news
Good