৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি চাপায় এক (অবসর) প্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

০৫ মে, ২০২৪

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: নিহত অবসর প্রাপ্ত সেনা সদস্য


 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কে শাহাজীবাজার দরগা গেইট  স্টার সিরামিক্স কোম্পানি দক্ষিণ পাশে , আজ ,৫ মে  ২৪ ইং রাত আনুমানিক ৯.৪৫ মিনিটে সময়  অজানা এক  গাড়ি চাপায় প্রাণ অবসর প্রাপ্ত সেনা সদস্যের।

অবসর প্রাপ্ত সেনা সদস্যের শা শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের  নুরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মুহাম্মদ সবুর হোসেন (৪৫)  বাই সাইকেলে করে বাড়িতে  থেকে তার কর্মস্থল  চারু সিরামিক্স  কোম্পানিতে  যাওয়ার পথে স্টার সিরামিক্স কোম্পানির সামনে অজানা এক গাড়ি চাপা নিহত হয়।

নিহত সবুর হোসেন চারু সিরামিক্স কোম্পানির নিরাপত্তা প্রহরীর ইনচার্জের দায়িত্বে ছিলেন, গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার 
অফিসার ইনচার্জ  জনাব,বদরুল আলম জানান ,
নিহত সেনা সদস্যের লাশ হাইওয়ে

থানায়  রয়েছেন  নিহতের পরিবারের  সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে , তবে কোন যানবাহনের আঘাত তিনি মারা যান সে বিষয়ে এখন ও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি ।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good