০৯ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: চুরিরাঘাতে নিহত দুবাই প্রবাসী মালেক মিয়ার ছেলে ফারুক মিয়া
হবিগঞ্জের মাধবপুরে গাছ সংক্রান্ত বিষয়ের জের ধরে মালেক মিয়ার ছেলে ডুবাই প্রবাসী ফারুক মিয়া (৪৫)নামে একজন চুরিরাঘাতে নিহত ও দু'জন আহত হয়।
সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় মাধবপুর থানাধীন বহড়া ইউনিয়নের ভাটি দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,সাত থেকে আট হাজার টাকার একটি আকাসি গাছকে কেন্দ্র করে ফারুক মিয়াকে চুরিরাঘাত করে।
তারা সম্পর্কে মামাতো, ফুফাতো ভাই।লাশ পোস্টমর্টেম এর জন্য হবিগঞ্জ প্রেরণ করা হয়েছে।
আসামিদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে।