৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মাধবপুরে বাগাসুরা ইউনিয়নে রাজখালে ব্রীজ নির্মাণের চলছে ইউপি সদস্যের ছলচাতুরী

০২ মে, ২০২৪

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: নির্মাণাধীন ব্রীজের চলছে ছলচাতুরি


হবিগঞ্জের মাধবপুর উপজেলা ১১নং বাঘাসুরা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে  উন্নয়ন বরাদ্দে  রাজখালে ব্রীজ নির্মাণে চলছে হরিলুট , আজ ২/৫/২৪ ইং  বৃহস্পতিবার  সকাল ১১ঘটিকার সময় চলছে ব্রীজের ঢালাইর কাজ ।
 

স্হানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রীজটি ভাঙ্গা থাকার কারণে  ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রায় দুই লক্ষাধিক টাকার একটি বরাদ্দের অনুমোদন হয় , কিন্তু আজ ও কি এই বরাদ্দের সঠিক ভাবে কাজে লাগানো হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে স্হানীয়  জনতার , 

স্হানীয়রা জানান  আমরা জানি পাইওনিয়ার ডেনিম কোম্পানি লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন  কোম্পানির প্রায় ২০/৩০ জন  শ্রমিক , শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা  জানান, আমরা কোম্পানির  শ্রমিক। আমরা কোম্পানির কাজ করছি, কিন্তু স্হানীয় ইউ/পি সদস্য হারুন মিয়া বলেন এই ব্রীজটি ইউনিয়ন পরিষদের বরাদ্দের টাকা দিয়ে করা হচ্ছে ।তবে তার সত্যতা জানতে চাইলে কোন ধরনের  প্রমাণ দিতে রাজি নন তিনি ।

তার সাথে তাল মিলিয়ে একই সুরে কথা বলেন ইউনিয়ন পরিষদের সচিব সায়মন সরকার ,তিনি বলেন ২/৫/২৪ইং তারিখে  আমাদের ইউনিয়ন পরিষদের আওতায় ঢালাইয়ের কাজ চলতেছে। কিন্তু বাস্তবে এর  কোন ধরনের প্রমাণ মিলেনি , বাস্তবে ঢালাইয়ের কাজ করছে কোম্পানির শ্রমিক  , তবে হে কোম্পানির অর্থায়নে কাজ করা হলে , ইউনিয়ন পরিষদের বরাদ্দ গেল কার পেটে  ।গোপন সূত্রে জানা যায় বরাদ্দের  প্রায় ২০
ব্যাগ সিমেন্ট ৫২০টাকা ধরে বিক্রি করেন এক স্হানীয় ব্যাক্তির কাছে ,   এর সত্যতা রয়েছে পত্রিকার প্রতিনিধি নিকট।
 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন  যদি কোম্পানি ব্রীজ করে দেয় তাহলে আমার কোন আপত্তি নেই , কিন্তু আমার পরিষদের বরাদ্দ এলাকায় অন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করবো ।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম ফয়সাল মহোদয় জানান  , আমরা নিকট একটি অভিযোগ হাতে এসেছে ,এ বিষয়ে তদন্তের মাধ্যম সঠিক ব্যবস্থা  নেওয়া হবে , বরাদ্দের টাকা কোন ভাবেই আত্নসাধের কোন সুযোগ নেই ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good