০৩ অক্টোবর, ২০২৪
ছবি: যুবলীগ নেতা শাহ নেওয়াজ শানু
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর মামলার আসামি যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯ টায় মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাজারের নাসিরনগর রোডের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
শাহনেওয়াজ শানু মাধবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মৃত আকবর আলীর পুত্র এবং উপজেলা যুবলীগের সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় সে ৩৬ নাম্বার এজাহার ভুক্ত আসামি।
এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Good news
Good