৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

লেফটেন্যান্ট নির্জন হত্যায় দেশীয় অস্ত্র সহ ৬ জন আটক

২৫ সেপ্টেম্বর, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: ৬ জন আসামীরা

কক্সবাজার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হওয়ার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

 

গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

 

অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

আটককৃতদের মধ্যে ৪ জন সরাসরি অপরাধে অংশ নিয়েছিল এবং বাকি ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে বলে জানা যায়। 

 

আটককৃতরা হলেন- মোঃ বাবুল (৪৪), মোঃ হেলাল উদ্দিন (৩৪), মোঃ আনোয়ার হাকিম (২৮), মোঃ আরিফ উল্লাহ (২৫), মোঃ জিয়াবুল করিম (৪৫) এবং মোঃ হোসেন (৩৯)।

 

প্রাথমিকভাবে জানা যায়, মোঃ বাবুল এই ঘটনার মূল অর্থ যোগানদাতা এবং লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করেন। এছাড়া, মোঃ হেলাল উদ্দিন ডাকাত দলের দ্বিতীয় প্রধান হিসেবে কাজ করতেন, আনোয়ার হাকিম গাড়ি চালক, আরিফ উল্লাহ ছিলেন সশস্ত্র সদস্য এবং জিয়াবুল করিম ও হোসেন তথ্যদাতা হিসেবে অভিযানে সহযোগিতা করেছেন।

 

ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

 

লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ দেশের মানুষের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে এবং তার সাহসিকতাকে স্মরণ করে এই নৃশংস ঘটনার বিচার দাবি উঠেছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good