৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

লায়েক খুনের ঘটনায় আদালতে এমপি মানিক ও জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে পাল্টা পাল্টি মামলা

০৬ এপ্রিল, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী

 

ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার জের ধরে সুনামগঞ্জ আদালতে আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সুনামগঞ্জের আমল গ্রহণকারি সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ছাতক জোন)পৃথক দু'টি মামলা দায়ের করা হয়৷ 

একটি মামলায় সুনামগঞ্জ ৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার  ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে প্রধান আসামি এবং অপর মামলায় ওই আসনে আওয়ামীলীগের মনোনয়ন  প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।   

আদালতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন শহরের মন্ডলীভোগ এলাকার কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি। 

অপর দিকে জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে অপর মামলা দায়ের করেন মন্ডলীভোগ এলাকার তাজ উদ্দিনের স্ত্রী পারভীন বেগম। 

গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে  খুন হন  যুবলীগ নেতা লায়েক মিয়া। তিনি মন্ডলীভোগ এলাকার আব্দুল মান্নানের পুত্র। এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি,ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনয়ন করে আদালতে মামলা দু'টি দায়ের করা হয়।

যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় এমপি'র ভাতিজা ও পৌর সভার কাউন্সিলর সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের ভাই আজিজুল ইসলাম। 

বুধবার আদালতে দায়ের করা দু''টি  মামলা তদন্তের জন্য  আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন  পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

বিচারক মামলার আদেশে লিখেছেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেয়া হলো।

Related Article